পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শর্য্যা বিশিষ্ট নতুন ভবন চালু,সহ হাসপাতাল ও জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূর্ণ পদ সমূহে চিকিৎসক পদায়ন দাবীসহ ৯দফা দাবিতে অনশন কর্মসূচি পালিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে বক্তব্য দেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড. আহসান হাবীব সরকার, উপ সমম্বয়ক ওয়াসিম আকরাম,সহ সমন্বয়ক মো সানাউল্লাহ, মানিক খান, মুরাদ হোসেন,গণঅধিকার পরিষদের জেলা সমন্বয় মাহফুজুর রহমান প্রমুখ। বক্তা জানান,জেলার সকল হাসপাতাল, কমিউনিটি হাসপাতালগুলোতে শুণ্য পদ পুরন করা ব্যাবস্থা, নিজ জেলার ডাক্তারদের
অন্য জেলায় থেকে আবারও নিজ জেলায় পদায়ন করা,
২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন চালু করা অপারেশন থিয়েটার পূনরায় চালু ও খাবারে মান সহ ৯ দফা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা ।
এদিকে জেলা প্রশাসক সাবেত আলী,সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান দুপুরে অনশন স্থলে এসে দাবি পুরনের আশ্বাস দিয়ে, জেলা প্রশাসক মোঃ সাবেত আলী তাদের মুখে পানি পান করিয়ে অনশণ প্রত্যাহার করানো হয়।