মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দেড় দশক পরে সোমবার (১০ ফেব্রুয়ারী) দেবীগঞ্জ পৌর সদরের দেবদারু তলা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আইয়ুব আলী, সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া ।
জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে একটি বণার্ঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দেবদারু তলায় এসে শেষ হয়।