মোঃ রেজাউল করিম আলম, জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করেছেন, জেলা প্রশাসক মো.সাবেত আলী।ইউনিয়ন পরিষদের আয়োজনে ১১ ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে
সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে তিনি এ জোনের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ফ্রি ওয়াই ফাই সম্পর্কে জেলা প্রশাসক বলেন,তরুন প্রজম্মকে নিদিষ্ট সময়ে একটি নেটওয়ার্কের আওতায় আনার জন্য এ ফ্রি ওয়াই ফাই।যারা কম্পিউটার সম্পর্কে পারদর্শি, তারা পরিষদের ডেস্কটপ ব্যবহার করে ফ্রিতে অনলাইনে বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারবেন।
এ সময় পরিষদের জন্য একটি গুদামঘর স্থাপনের আশ্বাস দেন তিনি।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন,পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম,ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. নয়ন ইসলাম,ইউপি সদস্য হকিকুল ইসলাম,মিন্টু কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।