1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করল সরকার পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ আদমদীঘিতে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তানোরে বিএনপির ইফতার মাহফিলে  দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫ গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন সিলেট-৪ আসনে বিএনপির ৭ জামাতের ১ ও খেলাফত মজলিসের ১জন গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে গনঅধিকার পরিষদের ইফতার ও মিলাদ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ সদর ওসি মহোদয় এর সাথে শহীদ জিয়া পরিষদের সভাপতি সাক্ষাৎ কুলাউড়ায় বিএনপি নেতা কুটু মিয়া স্মরণে ইফতার মাহফিল ব্যক্তি পর্যায়ে সুদ, সুদের লেনদেন ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ, অপরাধীদের শাস্তির দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪৯ ০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামালকে লাঞ্ছিতের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে এই সমাবেশে সাংবাদিকরা চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল জানান, ২ মার্চ ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের লটারি চলাকালে তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা এবং লাঞ্ছনার শিকার হন। চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে তাকে মারধর এবং হুমকি দেওয়া হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন উসকানি দেন।

তিনি আরও জানান, ঘটনাটি ঘটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি চলাকালে, যেখানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু আবেদনকারী আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল যখন ঘটনাটি অনুসন্ধান করতে উপজেলা পরিষদ চত্বরে যান, তখন তাকে চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য আশিক পাটওয়ারীসহ ৮/১০ জন হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় স্থানীয়রা জানান, আশিক পাটওয়ারী ও তার সহযোগীরা ফরিদগঞ্জে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি তারা পৌরসভার উন্নয়নকাজেও বাধা প্রদান করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও থানার দালালি করার অভিযোগ রয়েছে।

এদিকে, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া না হলে আগামীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ