এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া( কক্সবাজার) প্রতিনিধি -ঃ কক্সবাজার জেলা পিকাআপ মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজি:নং চট্ট ২২৩২) এর এক মতবিনিময় ও আলোচনা সভা ৬অক্টোবর বিকাল ৪টায় চিরিংগা মেইনরোডস্থ সাবেক প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ট রাজনীতিবীদ হাজী আবু মো: বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন কন্ট্রাক্টর, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি শাহাব উদ্দিন, সাবেক সহসেক্রেটারী আবু বক্কর ছিদ্দিক, সাবেক কোষাধ্যক্ষ ইয়ার খান, ইরফান কোম্পানী, সাবেক কোষাধ্যক্ষ মো: কামাল, মোহাম্মদুল হক, শাহ আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, কক্সবাজার জেলা পিকাআপ মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষনা যুক্তি সঙ্গত হয়নি। সংগঠনের যাবতীয় হিসাব-নিকাশ, অডিট ও সংগঠনের মৃত সদস্যদের মৃত্যুফান্ড বিতরণ সম্পন্ন করতে হবে। এরপর মৃত সদস্য ও তালিকা বহির্ভূত সদস্যদের বাদ দিয়ে তফসীল ঘোষণা করার মাধ্যমে নির্বাচন আয়োজন করার জন্য আহবান জানান।
সভায় ১১সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন; মহিউদ্দিন কন্ট্রাক্টর, মো: মোবারক কোম্পানী, মো: জসিম রেজা,বশির আহমদ, শাহিন মো: ছাবের, নাজেম উদ্দিন, এজাহার হোসেন, বেলাল উদ্দিন, আলমগীর, মিজানুর রহমান ও মোহাম্মদুল হক।