মোঃ সামছুদ্দিন, নোয়াখালী পণতিনিধি -ঃ আজ ১৪ অক্টোবর ২০২১ ইং বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিক আইডির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাজিম উদ্দিন,সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জনাব দিদারুল আলম, বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব সহিদুল আলম, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মুসা সহ প্রমুখ। কর্মশালায় সেনবাগ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার মোট ২৬ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকগণ অংশ গ্রহণ করে।