আফজাল হোসেন রুমেল বড়লেখা প্রতিনিধি -ঃ মানুষের জীবন বাঁচানোর এক মহৎ স্বপ্ন নিয়ে এক ঝাঁক মেধাবী, বিচক্ষণ, উদিয়মান তরুনদের নিয়ে গঠিত বড়লেখা উপজেলার নজরকারা ও সাড়াজাগানো আত্মমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন বড়লেখা’র স্বপ্ন, পরিচ্ছন্ন, সুন্দর ও সুশীল সমাজ প্রতিষ্ঠায় ধর্ম-বর্ণ,দল-মত, নির্বিশেষে বিতর্কের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। তারি ধারাবাহিকতায় শীতার্ত মানুষের কল্যাণে পূর্বঘোষিত শীতবস্ত্র বিতরণের কার্যক্রমটি সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আশরাফুল ইসলাম ও সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদের নজরকাড়া সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা পরিষদের স্বনামধন্য মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা রেহানা বেগম হাসনা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজ উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব লুত্ফুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জামাল উদ্দিন সাহেব সহ প্রমুখ।
সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্নেহাস্পদ রুহুল আমিন রাহাত এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আল মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম সাইফুর রহমান, সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে জনাবা রেহানা বেগম হাসনা সংগঠনের অতীত ও চলমান কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে মানবতার কল্যাণে তা আরো বেগবান করার তাগিদ দিয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। এ-সময় আরোও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জনাব ছায়েদ আহমদ, আরিয়ান হাবিব, শাকিল আহমদ, জাকারিয়া আহমদ, হোসাইন ফরহাদ, আরিফ আহমদ, সাকিব আফরান, জাকির আহমদ সহ আরও অনেকে। পরবর্তী সংগঠনের সম্মানিত সভাপতি উক্ত মহতি উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে প্রথম পর্বের সমাপিকা ঘোষণা করেন। উপস্থিত শীতার্ত মানুষের শীত নিবারনে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ২য় পর্ব তথা পুরো কার্যক্রমের সফল সমাপ্তি সম্পন্ন হয়।